রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে রুস্তম আলী( ৯০)নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত রুস্তম আলী পন্নারা গ্রামের মৃত দারোগা আলীর সন্তান।
শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলা কনকাপৈত ইউনিয়ন পন্নারা গ্রামের পাশে ডাকাতিয়া নদীতে। তথ্যটি নিশ্চিত করেছেন ইউপি সদস্য নাজিম উদ্দীন।
স্থানীয়রা জানান, রুস্তম আলী শুক্রবার দুপুর বেলা বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন গতকাল সারাদিন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন কোন সন্ধান পায়নী। আজ শনিবার বিকেলে বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে রুস্তম আলীর লাশ বাসতে দেখে মেয়ে শিখা আকতার ও তার স্বামী আমান উল্লা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ছেলে মোহাম্মদ ইয়াসিন জানান আমার বাবা রুস্তম আলী গতকাল জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে জাফর আমাদের বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। গতকাল সারাদিন আমরা অনেক খোঁজাখুঁজি করছি কোথাও পাই নাই। আজ শনিবার বিকেলে বাবার লাশ ডাকাতিয়া নদীতে ভেসে উঠলে আমার বোন খবর পেয়ে বাড়িতে লাশ নিয়ে আসে। রাত ৮ ঘটিকার সময় নামাজে যাওয়ার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩