বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫।
দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রযালি বের করা হয়। রযালিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ভায়াডাঙ্গা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। রযালিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
রযালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন,
“প্রতিবন্ধীর বেদনা যারা বুঝতে নাহি পারে, তারাও প্রতিবাচী তবে মান্য এক বিচারে”—এই চরণ আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং তারা আমাদেরই এক অবিচ্ছেদ্য অংশ। সঠিক পরিচর্যা, শিক্ষা এবং সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংবেদনশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩