বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে উপজেলার রানীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। তার দ্রুত সুস্থতা প্রত্যাশা আমাদের সবার।” দোয়া মাহফিল শেষে কর্মীদের মাঝে
সামষ্টিক আলোচনার মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩