ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে উপজেলার রানীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, "খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। তার দ্রুত সুস্থতা প্রত্যাশা আমাদের সবার।” দোয়া মাহফিল শেষে কর্মীদের মাঝে
সামষ্টিক আলোচনার মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়।