মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আছর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বতুল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক রতন মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিব মিয়া।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া ও সুনামিয়া, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নেকবর আলী ও জালাল মিয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে শফিকুল ইসলাম, আলী হোসেন, রুহুল আমিন ও রুয়েল আহমদ উপস্থিত ছিলেন। যুবদল নেতাদের মধ্যে নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, কামরুজ্জামান, বেলাল আহমদ, আশরাফ উদ্দিন, ফয়সাল আহমদ নোমান প্রমুখ অংশ নেন।
দোয়া মাহফিলে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩