মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:
জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা। দায়িত্ব গ্রহণের পরই তিনি জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকারমূলক দিকগুলো তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মিনা মাহমুদা সাংবাদিকদের সঙ্গে মুক্তভাবে মতবিনিময় করে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
মিনা মাহমুদা এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৫তম বিসিএসের কর্মকর্তা এবং ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জয়পুরহাটে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তার আগমন জেলায় নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩