মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় গেজেট থেকে বঞ্চিত ১৪ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর গেজেটভুক্তির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আয়োজন করা হয়েছে। এতে বঞ্চিতদের দ্রুত সময়ে চাকরিতে যোগদান নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা গেজেট বঞ্চিতদের দ্রুত গেজেটভুক্তি এবং যোগদান নিশ্চিতকরণ, পাশাপাশি প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়ার সংশোধন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান সরকারের এমন পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।
তিনি আরও বলেন, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে এই শান্তিপূর্ণ মানববন্ধনকে তারা বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়ার হুঁশিয়ারি দেন।
এছাড়াও অষ্টম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান জুলাই-পরবর্তী সরকারের এমন পদক্ষেপে দুঃখ প্রকাশ করেন এবং দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে ১৭তম বিজেএস’র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১০২ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। কিন্তু সর্বশেষ গত ২৭ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে সুপারিশপ্রাপ্তদের মধ্যে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং কোনো কারণ উল্লেখ না করেই ১৪ জনকে বাদ রাখা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩