সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
আবু তাহের , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘দ্য ভয়েস অফ জাককানইবি’।
শনিবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম। এছাড়া ১ম রানার আপ হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুকিত এবং ২য় রানার আপ হয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম মেহনাজ।
বিজয়ীদের মধ্যে মোট ১৫,০০০ টাকা পুরস্কার, সার্টিফিকেট, ক্রেস্ট এবং ৩০,০০০ টাকার সমমূল্যের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রেকিট বেঙ্কিজার (বাংলাদেশ) পিএলসির সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল রাহাত ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান রাব্বী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।
চূড়ান্ত পর্বে ১৪ জন প্রতিযোগীর মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবুল আবছার বাপ্পি বলেন, “দ্য ভয়েস অফ জাককানইবি, শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের আত্মবিশ্বাস তৈরি, বক্তৃতা দক্ষতা উন্নয়ন এবং নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। দ্বিতীয়বারের মতো এ আয়োজন সফল করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সৃজনশীলভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে চাই।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩