সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৩৬ বছরের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসজল নয়নে ফুলের গাড়িতে বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন-প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো- নজু বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়ার মাহফিল রাজশাহীর চারঘাটে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২ ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১ শরিয়তপুরে বিধবা এক মহিলার পাশে দাড়ালেন তারেক রহমান এর একান্ত সচিব জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মতিউর, সম্পাদক সুইট কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ মুরাদনগরে ‘মার্চ উইথ ইউছুপ হাকিম সোহেল’-এ জনতার ঢল ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

আবু তাহের , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘দ্য ভয়েস অফ জাককানইবি’।

শনিবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম। এছাড়া ১ম রানার আপ হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুকিত এবং ২য় রানার আপ হয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম মেহনাজ।

বিজয়ীদের মধ্যে মোট ১৫,০০০ টাকা পুরস্কার, সার্টিফিকেট, ক্রেস্ট এবং ৩০,০০০ টাকার সমমূল্যের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রেকিট বেঙ্কিজার (বাংলাদেশ) পিএলসির সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল রাহাত ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান রাব্বী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।

চূড়ান্ত পর্বে ১৪ জন প্রতিযোগীর মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবুল আবছার বাপ্পি বলেন, “দ্য ভয়েস অফ জাককানইবি, শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের আত্মবিশ্বাস তৈরি, বক্তৃতা দক্ষতা উন্নয়ন এবং নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। দ্বিতীয়বারের মতো এ আয়োজন সফল করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সৃজনশীলভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে চাই।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩