মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. কামরুল আহসান । এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও বহুদলীয় রাজনীতির প্রতীক। তাঁর সুস্থতা পুরো জাতির প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।দেশ বাসীর কাছে আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম। দোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩