মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুগন্ধা নদী থেকে নারীর মৃতদেহ উদ্ধার বিরামপুরে রোড ডিভাইডারে নতুন স্ট্রিট লাইট, নিরাপদ সড়কে খুশি স্থানীয়রা নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ: জনগণের টাকায় দুর্নীতির কার্পেট দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের গনসংযোগ অনুষ্ঠিত কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা শ্রীবরদীতে মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫ এর ফাইনাল ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটা পনেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মনে শূন্য গোলের সমতা থাকে দুইদলের। পরবর্তীতে টাইব্রেকারে ০২-০৩ গোলের ব্যবধানে জয়ী হয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন।

চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পাশাপাশি দ্বিতীয় স্থান অর্জন করেছে লোকপ্রশাসন বিভাগ এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলা বিভাগ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ড. হায়দার আলী বলেন, ‘চ্যাম্পিয়ন, রানার্স আপ দুই দলই সমান পারদর্শী, দুই দল খুব ভালো খেলেছে। খেলার মধ্যে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি হতে পারে তবে সেটা মাঠেই মিমাংসা হবে। এটার জন্য যেন দর্শকরা মাঠে না নামে এ বিষয়টি সংশ্লিষ্ট সকলে আমরা খেয়াল রাখবো আগামীতে। শাহ সিমেন্টকে ধন্যবাদ এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায়। তাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদের মাঠে গ্যালারি নির্মাণে যাতে সহযোগিতা করে। ‘

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘এবার ফুটবল মাঠে যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। সামনের বার থেকে আমরা আরও কঠোর হবো যাতে কেউ কোনো ঝামেলা না করতে পারে। আজকের চ্যাম্পিয়ন ফিন্যান্স অনেক ভালো খেলেছে, সেইসাথে লোকপ্রশাসন বিভাগও অনেক ভালো খেলেছে। সবার জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ।’

ক্রীড়া কমিটির পরিচালক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘আজকে মাঠে অনেক দর্শক উপস্থিত ছিল প্রায় হাজারে কাছাকাছি। অনেক ভালো লেগেছে দেখে কারণ তারাই খেলার প্রাণ। প্রতিবারের মতো ফুটবল দিয়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি আশাকরি সামনে খেলা প্রতিযোগিতাগুলো থাকবে সেখানেও দর্শকরা আসবে। আমি শাহ সিমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই প্রতিযোগিতায় স্পন্সর করার জন্য। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে আশাকরি সামনে এই ধারা অব্যাহত থাকবে। ফাইনালের দুটি দলই ভালো খেলেছে তাদের অভিনন্দন। আমি সবসময় একটা কথা বলি ছাত্র থাকবে মাঠে এবং পাঠে তবেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩