শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজারের গ্রামাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। থামছে না মাদকসেবীদের আড্ডা, বরং প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নেশাজাতীয় দ্রব্য। সন্ধ্যার পর বিভিন্ন নির্জন স্থানে গড়ে ওঠা গোপন স্পটগুলোতে বাড়ছে যুবক ও কিশোরদের আনাগোনা, যা তরুণ সমাজকে বিপথগামী করে তুলছে।

স্থানীয়দের অভিযোগ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদকসেবন এখন আরও সহজ হয়ে পড়েছে। গ্রামের সেতু, কালভার্ট, নদীর ধারে ও বাজারের কোণায় কোণায় তৈরি হওয়া আড্ডাগুলো সমাজে অশান্তি, চুরি, সংঘর্ষ ও পারিবারিক দ্বন্দ্ব বাড়িয়ে তুলছে। দীর্ঘদিন ধরে কঠোর নজরদারি না থাকায় মাদককারবারিরা নতুন নেটওয়ার্ক গড়ে তুলছে বলেও অভিযোগ করেন তারা।

পরিস্থিতি নিয়ে মানবিক ও পরোপকারী পুলিশ অফিসার নজরুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। দোয়ারায় মাদকের বিস্তার রোধে আমরা ইতোমধ্যে কয়েকটি স্পট চিহ্নিত করেছি। খুব দ্রুতই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদককারবারি যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে দোয়ারাকে মাদকমুক্ত করতে অবশ্যই আমরা সফল হবো।”

এদিকে এলাকার বিশিষ্ট ব্যক্তি হুমায়ুন আহমেদ বাবুল বলেন, “মাদকের কারণে আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন তরুণ নেশার মধ্যে জড়িয়ে পড়ছে—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, আর সমাজের সবাই একসঙ্গে দাঁড়াক। না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।”

এ বিষয়ে তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন পারভেজ বলেন, “মাদক এখন শুধু অপরাধ নয়, এটি সামাজিক রোগে পরিণত হয়েছে। তরুণরা নেশায় ডুবে নিজেদের জীবন নষ্ট করছে। পরিবার, সমাজ ও প্রশাসন—সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা চাই দোয়ারা হোক মাদকমুক্ত ও নিরাপদ একটি এলাকা।”

স্থানীয়রা মনে করেন, এখনই প্রয়োজন কঠোর অভিযান, সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক তদারকি জোরদার করা। দোয়ারার ভবিষ্যৎ রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩