বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরলেন

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর নিয়ে গঠিত সিলেট- ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য প্রার্থী, তথ্যপ্রযুক্তিবিদ ও শিক্ষানুরাগী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরেছেন।

রবিবার ২৩ নভেম্বর দুপুর পৌনে ১টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেদিন বিমানবন্দরে তাঁর আগমন উপলক্ষে এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মঙ্গলবার ২৩ নভেম্বর দেশে ফেরার পর থেকেই তিনি সিলেট ৪ আসনের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করবেন। আরিফুল হক চৌধুরীকে তিনি অভিজ্ঞ ও সম্মানিত জননেতা হিসেবে উল্লেখ করে জানান, তাঁর অবস্থান সিলেট ১ আসনে যথোপযুক্ত। তবে সিলেট ৪ আসনের জনগণ দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রার্থীকে এগিয়ে দেখতে চান।

তিনি বলেন, তাঁর শিকড় গোয়াইনঘাটে এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে একজন স্থানীয় প্রতিনিধিই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ঘোষণা দিলেই চলবে না। পর্যটন শিল্পের সম্প্রসারণকে কেন্দ্র করে পাথর উত্তোলন সীমিত করা হয়েছে ঠিকই, তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। বিষয়টি এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, একটি সুসংগঠিত নীতিমালার আওতায় এনে পাথর উত্তোলন ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

এনসিপির মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই সিলেট বিভাগের ছয়টি আসনে চূড়ান্ত মনোনয়ন কারা পাবেন তা পরিষ্কার হবে। মনোনয়নপ্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই চলছে এবং এনসিপি এমন একটি দল যেখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। যোগ্যতা, মূল্যবোধ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রকৌশলী রাশেল উল আলম সিলেট ৪ আসনে ব্যাপক বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হাইটেক পার্কে ইলেকট্রনিক্স খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এতে এলাকার আয়তন সম্প্রসারণের পাশাপাশি বিপুল সংখ্যক তরুণের জন্য কর্মসংস্থান তৈরি হবে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনকে সামনে রেখে সিলেট ৪ আসনকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যও তিনি প্রকাশ করেন। এ কাজে জনগণের মতামত, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মনে করেন।

বিমানবন্দর থেকে তিনি দুপুর ২টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে হযরত শাহজালাল র রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান র রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করেন। জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, যুব শক্তির নেতারা এবং সাধারণ কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

প্রকৌশলী রাশেল উল আলমের দেশে ফেরা সিলেট ৪ আসনের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় মানুষের প্রত্যাশা, কর্মসংস্থান, প্রযুক্তি উন্নয়ন ও উন্নত শাসনব্যবস্থাকে সামনে রেখে তিনি আগামী দিনগুলোতে সরাসরি মাঠে মানুষের সঙ্গে কাজ করার ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩