শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মননশীল সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ ২০২৫-২৬ কার্যবছরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি মণ্ডলীর দায়িত্ব পেয়েছেন প্রজ্ঞা প্রতিভা, তুষার সিকদার, আসিফ করিম পাটোয়ারী রুপম ও ধীরাজ রায়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুরভী, আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রমা।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন খালেদ হোসাইন, কামরুজ্জামান মনির, সাকিরা সুলতানা মুক্তা ও তমাল ফারজান। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মহিউদ্দিন আহমেদ।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দীপান্বিতা চক্রবর্তী এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাগর রায়। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রান্ত রায় এবং সহ-অর্থ সম্পাদক নির্ঝরা দেবনাথ। দপ্তর সম্পাদক হয়েছেন দ্বীপ দাস এবং উপ-দপ্তর সম্পাদক ঝিলিক সরকার।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তানভীর আহমেদ প্রত্যয়। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কাজ করবেন অসনিম আদ্রিতা, অনিন্দিতা হালদার ও দুদার শাহ্।
পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন চৌধুরী মাহবুবুল মুরসালিন এবং সহ-পাঠাগার সম্পাদক নুপুর রাণী বর্মন। ক্রীড়া সম্পাদক সুশান্ত সাহা, সহ-ক্রীড়া সম্পাদক আরিয়ানা মোস্তফা ও উম্মে হানি।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হৃদয় সরকার, সানজিদা আক্তার ইশা, হাসান আলী, সাইদুর রহমান হীরক, আহসান করীম চৌধুরি প্রিয়, অনভীর হাসান তাওহীদ ও ফয়সাল আহমেদ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩