রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মোস্তফা শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বুলবুল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যযোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গালাম ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধতন কর্মকর্তারা।
সভায় জেলা তথ্য কর্মকর্তা এইচ. এম. শাহজাহান মিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তরুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে তথ্যনির্ভর উন্নয়ন ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার বিভিন্ন উপায় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩