সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময় শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সহোদর দুই ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তাদেরকে হেয় প্রতিপন্ন করা ও প্রকৃত ঘটনাকে আড়াল করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা কাদেরীয়া ইসলামিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শাহিন শিকদার, এয়াকুব আলী, এয়াছিন মিয়া, মো: রাকিব হোসেন, মাইন উদ্দীন, দুলাল মিয়া, আবুল হোসেন, আলমগীর হোসেন, মমিন মিয়া, জিয়াদ হোসেন, আছিয়া বেগম, জফুরা বেগম, মোমেনা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ আব্দুর রশিদ এর সাথে তার অপর দুই ভাই দুলাল মিয়া ও আবুল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সামাজিকভাবে বেশ কয়েকবার শালিস বৈঠকে বসে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। শালিসি সিদ্ধান্তকে উপেক্ষা করে আব্দুর রশিদ অপর ভাইদের জায়গা জবরদখল করে ভোগ করছে। গত ১৯ মার্চ তিন ভাইয়ের চলমান বিরোধ মীমাংশার চেষ্টাকালে আব্দুর রশিদের নেতৃত্বে শালিসদার ও তার ভাইদের পরিবারের উপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদ করা আব্দুর রশিদ ও তার সহযোগিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সামাজিক গণ্যমান্য লোকজনের সম্মানহানী করার অপচেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রশিদের প্রতিবেশী এয়াকুব আলী জানান, ১৯ মার্চ আব্দুর রশিদ ও তার ভাইয়েরা তাদের পৈতৃক পুরনো ও পরিত্যাক্ত বসতঘরটি ভেঙ্গে ফেলে। এর আগেও বিষয়টি নিয়ে একাধিক শালিস অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রশিদ শালিসের কোনো সিদ্ধান্তই মানতে রাজী নয়।

ভুক্তভোগি বিধবা মোমেনা বেগম বলেন, আমি অন্যের বাড়ীতে কাজ করে খাই। আমার স্বামীর রেখে যাওয়া জমিতে ঘর করতে গেলে আব্দুর রশিদ বারবার বাধা দিচ্ছে। তার পরিবার আমাদের উপর বিভিন্ন অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে।

অপর ভুক্তভোগি আছিয়া বেগম জানান, আব্দুর রশিদ আমাদের বসতবাড়ী নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা যাতে এ বাড়ী ছেড়ে চলে যাই সেজন্য আব্দুর রশিদ নিয়মিত আমাদের উপর অত্যাচার করছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এর কথা অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রশিদ উপস্থিত সাংবাদিকদের জানান, মোমেনা বেগম আমার জমিতে এলাকার সন্ত্রাসীদের সহযোগিতায় ঘর নির্মাণের চেষ্টা করলে আমি বাধা প্রদান করি। আমার বিরুদ্ধে আনীত অন্যান্য অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩