বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম শান্তির চৌদ্দগ্রাম গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন- কামরুল হুদা লালপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলতার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিবচরে প্রথম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে বিক্ষোভ ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সহোদর দুই ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তাদেরকে হেয় প্রতিপন্ন করা ও প্রকৃত ঘটনাকে আড়াল করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা কাদেরীয়া ইসলামিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শাহিন শিকদার, এয়াকুব আলী, এয়াছিন মিয়া, মো: রাকিব হোসেন, মাইন উদ্দীন, দুলাল মিয়া, আবুল হোসেন, আলমগীর হোসেন, মমিন মিয়া, জিয়াদ হোসেন, আছিয়া বেগম, জফুরা বেগম, মোমেনা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ আব্দুর রশিদ এর সাথে তার অপর দুই ভাই দুলাল মিয়া ও আবুল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সামাজিকভাবে বেশ কয়েকবার শালিস বৈঠকে বসে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। শালিসি সিদ্ধান্তকে উপেক্ষা করে আব্দুর রশিদ অপর ভাইদের জায়গা জবরদখল করে ভোগ করছে। গত ১৯ মার্চ তিন ভাইয়ের চলমান বিরোধ মীমাংশার চেষ্টাকালে আব্দুর রশিদের নেতৃত্বে শালিসদার ও তার ভাইদের পরিবারের উপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদ করা আব্দুর রশিদ ও তার সহযোগিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সামাজিক গণ্যমান্য লোকজনের সম্মানহানী করার অপচেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রশিদের প্রতিবেশী এয়াকুব আলী জানান, ১৯ মার্চ আব্দুর রশিদ ও তার ভাইয়েরা তাদের পৈতৃক পুরনো ও পরিত্যাক্ত বসতঘরটি ভেঙ্গে ফেলে। এর আগেও বিষয়টি নিয়ে একাধিক শালিস অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রশিদ শালিসের কোনো সিদ্ধান্তই মানতে রাজী নয়।

ভুক্তভোগি বিধবা মোমেনা বেগম বলেন, আমি অন্যের বাড়ীতে কাজ করে খাই। আমার স্বামীর রেখে যাওয়া জমিতে ঘর করতে গেলে আব্দুর রশিদ বারবার বাধা দিচ্ছে। তার পরিবার আমাদের উপর বিভিন্ন অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে।

অপর ভুক্তভোগি আছিয়া বেগম জানান, আব্দুর রশিদ আমাদের বসতবাড়ী নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা যাতে এ বাড়ী ছেড়ে চলে যাই সেজন্য আব্দুর রশিদ নিয়মিত আমাদের উপর অত্যাচার করছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এর কথা অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রশিদ উপস্থিত সাংবাদিকদের জানান, মোমেনা বেগম আমার জমিতে এলাকার সন্ত্রাসীদের সহযোগিতায় ঘর নির্মাণের চেষ্টা করলে আমি বাধা প্রদান করি। আমার বিরুদ্ধে আনীত অন্যান্য অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩