বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বেশ কয়েক দিন যাবৎ ভোর ও সন্ধ্যায় কুয়াশা পড়ছে। গত দুই দিনে কুয়াশার মধ্য দিয়ে শীতের শুরু হয়েছে। শীত শুরুর সঙ্গে সঙ্গে বানারীপাড়ার বিভিন্ন স্থানে চলছে রকমারি পিঠা বিক্রির ধুম। ভোর ও সন্ধ্যায় নানা বয়সী মানুষ পিঠা খেতে আসছেন এসব পিঠার দোকান গুলোতে। ঘরে পিঠা তৈরির ব্যপারে মা বোনেরা মনোযোগ হারাচ্ছে।তাই রাস্তার মোড়ে-মোড়ে জমে উঠে বাহারি পিঠার দোকান ভিড় করছেন অনেকে।
বানারীপাড়া উপজেলাজুড়ে রাস্তার পাশে, অলিতে-গলিতে ও মোড়ে-মোড়ে,সন্ধ্যা নদীর তীরে,ফেরিঘাট সহ বিভিন্ন স্থানে জমে উঠেছে এসব শীতের পিঠার দোকান। সারাবছর কম বেশি পিঠা বিক্রি হলেও শীত এলে বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা। পিঠাপ্রেমীদের পদচারণে মুখর হয়ে ওঠে এসব দোকান গুলো।
ফেরিঘাটে পিঠার দোকানের ক্রেতারা জানান, ১০ টাকায় নারকেল-গুড় দিয়ে সুস্বাদু ভাপা পিঠা ও সাঁজের পিঠা পাওয়া যায়। খেতে ভালো লাগে তাই খাই।
ফেরিঘাটের পিঠা বিক্রেতা কাওসার শরীফ বলেন,সপ্তাহ খানেক ধরে পিঠা বিক্রি করছি তবে গতকাল (১০ নভেম্বর) থেকে বেচা বিক্রি মোটামুটি ভালো হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩