শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সানাউল্লাহ আস সুদাইস, হিজলা প্রতিনিধি:
বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলা মটর এলাকায় অবস্থিত রেজাউল কারিম ক্বিরাতুল কুরআন মাদ্রাসা আয়োজিত দুই দিনব্যাপী ওয়াজ ও দাওয়াতি মাহফিল রবিবার (১০ নভেম্বর ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে।
মাহফিলের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রাঙ্গণটি হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, হাফেজ ও ক্বারীর উপস্থিতিতে পূর্ণ ছিল। দুই দিনজুড়ে কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনা, নসিহতপূর্ণ বয়ান এবং দ্বীনি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের সভাপতি এবং রেজাউল কারিম ক্বিরাতুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল আমিন সাইফী বলেন,এই মাহফিল কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিতে এবং ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন আমাদের সমাজে দ্বীনি ঐক্য এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, নায়েবে আমীরুল মুজাহিদীন, শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ.এম.মাসুম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রধান অতিথি মাওলানা মুফতী ফয়জুল করীম বলেন,এই মাহফিল সমাজে কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধর্মীয় ঐক্য, নৈতিকতা ও সমাজ সংস্কারে এমন আয়োজন সময়োপযোগী।
বিশেষ অতিথি মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের মাহফিলে উপস্থিত হয়ে ধর্মীয় দাওয়াত ও সমাজসেবা প্রসারের গুরুত্বের প্রশংসা করেন।
ব্যারিস্টার এ.এম.মাসুম বলেন,এ ধরনের দ্বীনি মাহফিল সমাজে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ। এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত।
দুই দিনব্যাপী মাহফিলের সমাপ্তিতে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।মাদ্রাসা কর্তৃপক্ষ সকল ইসলামপ্রেমী জনগণ, অতিথিবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মাহফিল আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩