শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

দেশের উপকূলীয় অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী *স্টেম ক্যাম্প (STEM Camp)। খুলনা বিভাগের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট *৩১ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক* এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—বাগেরহাট জেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন এবং খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়।

৩১ অক্টোবর, বৃহস্পতিবার প্রথম দিনে খুলনার আভা সেন্টারে শিক্ষার্থীরা অলিম্পিয়াড, স্ক্র্যাচ প্রোগ্রামিং, রোবটিক্স ও ড্রোন প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। পরদিন, ১ নভেম্বর শিক্ষার্থীরা *খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)* ক্যাম্পাস পরিদর্শন করে।

সেদিন শিক্ষার্থীরা কুয়েটের ১৬টি বিভাগ ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকৌশল শিক্ষার পরিবেশ সম্পর্কে ধারণা নেন। তারা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব পরিদর্শন করে *কুয়েট রোবটিক্স ক্লাবের বিভিন্ন প্রজেক্ট* উপভোগ করে।

ক্যাম্পাস পরিদর্শনের পর শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় গভীর আগ্রহ ও অনুপ্রেরণা। সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাফা জানায়, “আমার মা-বাবা চায় আমি ডাক্তার হই, কিন্তু আজ কুয়েট ভিজিটের পর আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আরও বেড়ে গেছে। বিশেষ করে রোবটগুলোকে হাঁটতে ও কথা বলতে দেখে খুব ভালো লেগেছে।”

অষ্টম শ্রেণির সাদ বলে, “ল্যাবে বড় গাড়ির প্রোটোটাইপ আর ক্রুজ কন্ট্রোল কার দেখে খুব ভালো লেগেছে। কুয়েটের ভাইয়া-আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

সমাপনী অনুষ্ঠানে কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক *ড. হেলাল-আন-নাহিয়ান বলেন, “আজকের এই স্কুল শিক্ষার্থীদের ভিজিটের ফল আমরা হয়তো এখনই দেখতে পাব না, তবে এর প্রভাব আগামী দশ বছর পরে স্পষ্ট হবে।”

এ সময় কুয়েট রিসার্চ সোসাইটির চেয়ারম্যান নাফিস আহমেদ বলেন, “দেশের গবেষণাক্ষেত্রকে আরও এগিয়ে নিতে এবং তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতেই কেআরএস কাজ করছে। বিদেশে যেমন স্কুল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব ভিজিট সাধারণ বিষয়, তেমনি বাংলাদেশেও এমন সুযোগ আরও বাড়ানো উচিত।”

এই ক্যাম্পের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল ইসলাম ও শোভন আহমেদ।

স্টেম ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের—বিশেষ করে মেয়েদের—বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহী করা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ডিজিটাল দক্ষতা গড়ে তোলা, যাতে তারা প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।

উল্লেখযোগ্য, এই ক্যাম্পটি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় “STEM and ICT Skills for the Girls of Coastal Area (SISGCA)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩