সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নবীনগরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন মানববন্ধন সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী পথসভা বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম ৩০০ বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধন কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা বনপাড়া পৌরসভার গরীবের পল্লী চিকিৎসক রন্জিত মারা গেছেন অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির কাঠামোর সংস্কার ও প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার কারায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন প্রাথমিক শিক্ষকরা ।

রোববার (৯ নভেম্বর) নাজিরপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায় সকাল থেকেই ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। কিছু শিশু মাঠে খেলছে, কেউ আবার বেঞ্চে বসে সময় কাটাচ্ছে।

অভিভাবকরা জানান, “কর্মবিরতি দীর্ঘায়িত হলে শিশুদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়তে পারে।”

গত ৮ নভেম্বর শহীদ মিনারে শিক্ষকরা একতা প্রদর্শন করেন। কিন্তু সেই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।

শিক্ষকসংঘের পক্ষ থেকে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করেছে। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

নাজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরমান আরা মলি জানান, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। সম্প্রতি শহীদ মিনারে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের পর আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। আমাদের আন্দোলনের লক্ষ্য শুধুই ন্যায্যতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করা।”

নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি আমরা চাই না। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দাবি উপেক্ষা করা হয়েছে। আমরা আশা করি সরকার আমাদের দাবির প্রতি মনোযোগ দেবে এবং দ্রুত সমাধান করবে।

নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ,কে,এম. ফয়সল আলম বলেন,“আমরা ক্লাসে ফিরতে চাই। কিন্তু তার আগে চাই আমাদের প্রাপ্য সম্মান ও ন্যায্য গ্রেড। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির কাঠামোর সংস্কার এবং প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি আমাদের ন্যায্য দাবি। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা চাই আমাদের পরিশ্রমের মূল্য যথাযথভাবে স্বীকৃত হোক।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩