সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি
বলেছেন, “মানুষ এমপি নয়, সেবক বেছে নেবে” তিনি মানুষের কল্যাণে কাজ করাই এক প্রকার ইবাদত,তিনি রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের ভালোবাসা এবং তাদের দুঃখে-সুখে সহযাত্রী হওয়া।
রবিবার (৯ নভেম্বর) সকালে বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এর নিজের বাড়িতে এক অসহায় রিকশাচালকের হাতে একটি অটোরিকশা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. আতিকুল ইসলাম নজরুল, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সেক্রেটারি কামরুজ্জামান কাজল, এবং স্থানীয় জামায়াত ও বাউফল ফোরামের নেতৃবৃন্দ।
ড. মাসুদের এই উদ্যোগে এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়ে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩