রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
শনিবার (৮ নভেম্বর) দুপুরে মোংলার পশুর নদীতে বেলা সাড়ে ১১ টায় পর্যটকবাহী একটি ছোট বোট উল্টে রিয়ানা আবজাল (২৮) নামে এক আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ হয়েছেন।
ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে সুন্দরবনের ঢাংমারী এলাকার কাছাকাছি এ দুর্ঘটনাটি ঘটেছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঢাংমারী এলাকার একটি রিসোর্টে পরিবারসহ রাত্রিযাপন শেষে রিয়ানা আবজালসহ মোট ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে তীব্র ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায় এবং সবাই নদীতে পড়ে যান। বোটের অন্যান্য যাত্রীরা সাঁতরে উঠতে সক্ষম হলেও রিয়ানা আবজাল নিখোঁজ হন।
খবর পেয়ে বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড যৌথভাবে তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।
নিখোঁজ রিয়ানা আবজালের বাবা বিমান বাহিনীর একজন ইন্জিনিয়ার।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩