রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায় এনায়েতপুরে ড. এম এ মুহিতের উঠান বৈঠক গাজীপুরে তুলার গুদামে আগুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল ভোলহাটে হিলফ উল ফজল ২১ তম তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির গোসাইরহাট বিএনপির বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২ কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার জামালপুরে গরু চুরি করে পালানোর সময় পিকআপ আটক গারো পাহাড়ে বনহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে ঝিনাইগাতীতে উন্মুক্ত আলোচনা সভা ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ সিঙ্গিনালা ইমাম হোছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মানিউর রহমান সৈকত, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সোহেল রানা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন সংগঠনটির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন জুবায়ের আহমেদ, ট্রেজারার হিসেবে মোমিন, সংগঠন সম্পাদক সিয়াম এবং খেলাধুলা সম্পাদক আজিজ। তথ্য ও যোগাযোগ সম্পাদক মহাতো, অফিস সম্পাদক শাহাদাত এবং সহকারী অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জায়েদ। সাংস্কৃতিক সম্পাদক রুবেল ও সহকারী সাংস্কৃতিক সম্পাদক মাহী, শিক্ষা সম্পাদক মেহেদী, প্রকাশনা সম্পাদক আশিক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রন এবং সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে সৌরভ দায়িত্ব পালন করবেন। ফটোগ্রাফারের দায়িত্ব পেয়েছেন আদিত্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “খুলনায় প্রথম আসার সময় সবকিছুই নতুন মনে হয়েছিল। এই সংগঠনের মাধ্যমে আমি আমার এলাকার ভাই-বোনদের সান্নিধ্য পেয়েছি, যা আমাকে মানসিকভাবে অনেক স্বস্তি দিয়েছে। সিরাজগঞ্জের ভাষায় কথা বললে মনে হয় যেন আমি আবার নিজের জায়গাতেই ফিরে গেছি। সিনিয়র ভাইদের সহায়তা ও দিকনির্দেশনা আমাকে সংগঠনের প্রতি আরও অনুপ্রাণিত করেছে।”

কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী এক বছরের জন্য সংগঠনটি শিক্ষামূলক, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম একত্রে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে নবীনবরণ ও বিদায়ী ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনকে আরও প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করে তুলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত জেলাভিত্তিক নাইট টুর্নামেন্টে ১৬টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্য সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুপ্রাণিত করেছে, যাতে তারা আগামী দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী ও সফলভাবে পরিচালনা করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩