শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
মোঃ আবু সুইমান, রাঙ্গাবালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই নদীর পাড় থেকে গাছপালা, বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে বহু পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন মারাত্মক হয়ে উঠছে। নদীর পাড়ে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও তা খুবই সীমিত পরিসরে। ফলে ভাঙনের গতিপথ রোধ করা সম্ভব হচ্ছে না।
রাঙ্গাবালীর চর মন্তাজ ইউনিয়নের বাসিন্দা সাইফুল সরদার বলেন, “প্রতিবছরই নদী আমাদের ঘরবাড়ি নিয়ে যায়। এখন আর জানি না কোথায় যাব।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান। অন্যথায় উপকূলীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।]
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩