শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম ,ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার ঈদগাঁওয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ঈদগাঁও উপজেলার দুটি কেন্দ্র যথাক্রমে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র -১ ও ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ কেন্দ্র -২ এ সকাল ১০ টায় শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষায় উপজেলার স্কুল-মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণী পড়ুয়া দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজ অধ্যক্ষ একে এম ফজলুল হক,পরিদর্শন করেন ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সাবেক জেলা শিবির সেক্রেটারী লায়েক ইবনে বাজের। কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ জিয়াউল করিম। বৃত্তি পরীক্ষার সার্বিক তত্বাবধানে ছিলেন ঈদগাঁও উপজেলা শিবির সভাপতি মোর্শেদুর রহমান মাহির ও কেন্দ্র সচিব ছিলেন কলেজ শাখা শিবির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩