শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে ক্ষেত থেকে তুলে স্তূপ করে রাখা কৃষকের লাখ টাকার ফসল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যেখানে চার কানি জমির পাকা ধান ছিল।
শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ডের ওয়াহেদেরখীল সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মো. নুরুল আলম বলেন, দুই-তিন মাস আগে পাশের বাড়ির বাবু নামে এক ব্যক্তির গৃহপালিত পশুর কারণে তার ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার প্রতিবাদ জানালে বাবু তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। সেই ঘটনার জেরে এটা হয়েছে কিনা খতিয়ে দেখা দরকার।
তিনি আরও বলেন, জমির প্রায় ৩০০ থেকে ৩২০ আড়ি ধান নষ্ট হয়েছে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩