শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ দুর্ধর্ষ সদস্য আটক দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘর্ষ ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা ইসলামী মাইক্রোফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : গোলাম আজম সৈকত শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন সন্দ্বীপে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচার উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা

স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

গত বুধবার সকালে কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন দুই গ্রাম ফাকগুনকরা ও সান্দিশকরায় পৃথক দুইটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়। হাজার হাজার মানুষ তাদের জানাযায় অংশ নেন। একসাথে এতো জনের জানাযায় অংশ নেয়া স্থানীয়রা স্তব্ধ, শোকাহত।

সকাল ৯টা চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিজওয়ানা মজুমদার শিল্পী, মেয়ে ফারজানা মজুমদার লিজা ও ফারহানা মজুমদার টিজার জানাযা শেষে পারিবারিক কবস্থানে দুইজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। সেখান থেকে ফারজানা মজুমদার লিজার মরদেহ শ্বশুর বাড়ি সান্দিশকরা নিয়ে যাওয়া হয়।

স্ত্রী ও দুই মেয়ের জানাযায় বাকরুদ্ধ আবদুল মন্নান মজুমদার কোনো কথা-ই বলতে পারলেন না। চোখের জলে নীরবে শেষ বিদায় দিলেন সংসারে আগলে রাখা, মাতিয়ে রাখা প্রিয় সহধর্মিণী ও আদরের সন্তানদের। দীর্ঘ সংসার জীবনের পড়ন্ত বেলায় হঠাৎ এসে একা হয়ে গেলেন তিনি।
এরপর সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার সান্দিশকরা ঈদগাহ মাঠে এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুমি বেগম, মেয়ে সাদিয়া হক পাটোয়ারীর সাথে ছেলের বউ ফারজানা মজুমদার লিজার জানাযা শেষে পারিবারিক কবস্থানে তিনটি পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর রাতে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়ে রওয়ানা দেন চৌদ্দগ্রাম পৌরসভার সান্দিশকরা গ্রামের এনামুল হক পাটোয়ারীর ছেলে উদয় পাটোয়ারী(৪৩), তার স্ত্রী ফারজানা মজুমদার লিজা(২৪), ছেলে সামাদ পাটোয়ারী(৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটায় চৌদ্দগ্রাম থেকে সঙ্গে নেন মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী এবং শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে।

বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। আহত হন চালকের আসনে থাকা উদয় পাটোয়ারী, তার ছেলে ও শ্যালক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে আইসিইউতে থাকা শ্যালক শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশঙ্কাজনক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩