মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহে ১১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা ‎সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর হামলা, ভল্টের চাবি ছিনতাই পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান ‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’ কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’

‎মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

‎পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আব্দুল মান্নান মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। কেউ একে ‘বাঘা মাছ’, আবার কেউ ‘রাওয়া মাছ’ নামে চেনে।

সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনা হলে রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা ও আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় আড়তে।

‎বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ মূলত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে বাস করে। এ মাছ সাধারণত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। এটি একদিকে ভয়ংকর শিকারি, অন্যদিকে বিষাক্ত পাখনার কারণে পরিচিত ‘গভীর সমুদ্রের রঙিন আতঙ্ক’ নামে।

‎‎জেলে আব্দুল মান্নান মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা মাছটিও ধরা পড়ে। দেখতে সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।

‎মুন্নি ফিশের ম্যানেজার হিরন বলেন, প্রথমে সাধারণ মাছ ভেবেছিলাম। পরে দেখি রঙ অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তখনই বুঝলাম এটা বিরল প্রজাতির কিছু।

‎ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটার বিষে মানুষ আক্রান্ত হলে তীব্র ব্যথা, ফোলাভাব, এমনকি শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে ধরা বিপজ্জনক।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, লায়নফিশের পাখনায় বিষ থাকে। অসতর্কভাবে স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই এ মাছ ধরতে হলে যথাযথ সতর্কতা নেওয়া জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩