সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম” বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান কুমিল্লা বিভাগসহ ১০ দফা দাবিতে ঢাকাস্থ মুরাদনগর সমিতির মানববন্ধন সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় রাঙামাটি শহরের স্বনামধন্য হোটেল গ্র্যান্ডমাস্টার-এর কনফারেন্স রুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পার্বত্য জেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।

তিনি বলেন, “জিয়া পরিষদ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি পেশাজীবী সংগঠন। সোনালী ব্যাংকের এই প্ল্যাটফর্ম থেকে দেশপ্রেম, পেশাগত নৈতিকতা ও জাতীয়তাবাদী চেতনা আরও প্রসারিত হবে।”

সভায় নবগঠিত কমিটির সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গ্যা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মানষ মুকুর চাকমা, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন এবং রাঙামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দীন ও সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার চাকমা।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা।

তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে জিয়া পরিষদের কার্যক্রম এখন আরও গতিশীল হচ্ছে। সংগঠনটি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে পেশাগত সততা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. আবুল বাশার। তিনি সংগঠনের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “জিয়া পরিষদের লক্ষ্য হলো বিএনপির আদর্শ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন—একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

শেষে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩