রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম” বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান কুমিল্লা বিভাগসহ ১০ দফা দাবিতে ঢাকাস্থ মুরাদনগর সমিতির মানববন্ধন সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্র সংসদ গঠনের খসড়া প্রকাশিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের জন্য প্রণীত গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ২১টি এবং প্রতিটি হল সংসদে ১৪টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে।

খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের ১৯টি পদে সরাসরি ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচিত করবেন। বাকি দুটি পদ—সভাপতি ও কোষাধ্যক্ষ—পদাধিকারবলে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন শিক্ষক প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। একইভাবে, প্রতিটি হল সংসদে ১২টি পদে নির্বাচন হবে, আর সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন একজন আবাসিক শিক্ষক বা হাউস টিউটর।

প্রস্তাবিত গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল পূর্ণকালীন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা সংসদের সদস্য হবেন। তবে সান্ধ্য, ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্সের শিক্ষার্থীরা সদস্যপদ লাভে অযোগ্য হবেন। এখানে বয়স নয়, বরং বৈধ শিক্ষার্থী অবস্থানই সদস্যপদ ও নির্বাচনে অংশগ্রহণের প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো শিক্ষার্থীর শিক্ষার্থী অবস্থান বাতিল, স্থগিত বা সমাপ্ত হলে তার সদস্যপদও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম জানান, “২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া মতামলের ভিত্তিতে সংশোধিত খসড়া প্রস্তুত করা হয়েছে। ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য সংশোধিত গঠনতন্ত্র পুনরায় প্রকাশ করা হবে এবং ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা হবে।”

এর আগে, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিক আইন ও নীতিমালা পর্যালোচনা, ছাত্র সংসদ গঠনের কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণ এবং পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নতুন গঠনতন্ত্র কার্যকর হলে মাভাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী পরিচালিত—যা শিক্ষার্থীদের নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩