শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পলিরচর গ্রামে নতুন নির্মিত একটি সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, মাশুকের দোকান হতে কালামিয়ার বাড়ি পর্যন্ত, পান্ডারগাঁও দক্ষিণপাড় ও গুফিনগর মড়ল বাড়ির সংযোগ সড়কটি নির্মাণে নিম্নমানের ইটখোয়া, পাথর ও বালু ব্যবহার করা হয়েছে। কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই রাস্তাটির বিভিন্ন অংশে ফাটল ও ভাঙচুর দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “এই রাস্তার কাজে ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করেছেন। কয়েকদিনের বৃষ্টিতেই পিচ উঠে গেছে। এত দ্রুত ভাঙা শুরু হবে, তা ভাবিনি।”
স্থানীয়দের অভিযোগ, “রাস্তাটি আমাদের যোগাযোগের একমাত্র পথ। কিন্তু কাজের মান না থাকায় এখন আবার কাদা আর গর্তে ভরা হয়ে গেছে।”
এ বিষয়ে স্থানীয়দের দাবি, সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
রাস্তা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, “অভিযোগের বিষয়টি জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তাটি মেরামত করে স্থায়ীভাবে টেকসই করার দাবি জানিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩