মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
“কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও সমাজ কল্যাণ সংস্থা” কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের মাঝে তাদের সংগঠনের কার্যক্রম তুলে ধরে নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
আজ, রবিবার (অক্টোবর ১২, ২০২৫), সংস্থার একদল সদস্য কলেজের একাদশ শ্রেণির ক্লাসগুলোতে যান এবং শিক্ষার্থীদের হাতে নতুন সদস্য ফরম বিতরণ করেন।
সংস্থার সদস্যরা নবীন শিক্ষার্থীদের সামনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা জানান, এই সংস্থা শুধু লেখাপড়ার ক্ষেত্রেই নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক বিকাশেও কাজ করে। সদস্যরা বিশেষত রক্তদান কর্মসূচি, দরিদ্র ও অসহায়দের সহায়তা, বৃক্ষরোপণ, এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সংস্থার সাবেক সভাপতি মোঃ সোহাগ আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণ ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা। আমরা চাই তারা শুধু ভালো ছাত্র-ছাত্রীই হবে না, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠবে। নতুনদের হাত ধরে আমাদের সংগঠনের কাজ আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ সোহাগ আহমেদ, বর্তমান সভাপতি মোঃ সাইফুল ইসলাম রোহান, সহ-সভাপতি মোঃ ইমন, সহ-সভাপতি মোসাঃ আখি আক্তার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম শিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোসাঃ মারওয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক মোসাঃ জান্নাতি ইসলাম।
একাদশ শ্রেণির শিক্ষার্থীরা সংস্থার এমন কার্যক্রমে বেশ উৎসাহ দেখায় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সদস্য ফরম সংগ্রহ করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা নেওয়া হবে এবং এরপর যাচাই-বাছাই শেষে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
কলেজ অধ্যক্ষ সি.এম সাইদুর রহমান খান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক। কলেজ কর্তৃপক্ষ সব সময় এমন গঠনমূলক উদ্যোগকে সমর্থন করে।”
এই উদ্যোগের ফলে কলেজের নবীন শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবা ও স্বেচ্ছাসেবী মনোভাব আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩