মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
সুন্দর আগামীর প্রত্যাশায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়নের দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনাদর্শ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেও পুরস্কার ও ২৭জন গুনীজন সংবধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথিতির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ধনিজকরা শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা সভাপতি এইচএনএম শফিকুর রহমান।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুয়াল্লিম হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল মাদানী, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুল আউয়াল, ফরিদা বিদ্যায়তন প্রধান শিক্ষক হানিফ মজুমদার, লাকসাম উতড্ডা উচ্চ প্রধান শিক্ষক বিদ্যালয় ইদ্রিস মিয়া, গৌবিন্দপুর দাখিল মাদরাসা কমিটির সভাপতি মাওলানা আলী আক্কাস, আল আজহার মাদরাসা ট্রস্টি বডির সদস্য শেখ আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল।
এছাড়া আরও উপস্থিতি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি মাওলানা আবু নাছের, সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন ফয়সাল, মাওলানা নুর মোহাম্মদ মজুমদার, মাওলানা জামাল হোসেন, সাংগঠটিক সম্পাদক আপেল মাহামুদ সাগর, অর্থ সম্পাদক সফিউল বাসার, অফিস সম্পাদক মোরশেদ আলম, প্রচার ওমিডিয়া সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম, তথ্য ও মানবাধিকার সম্পাদক মাইন উদ্দিন, মাষ্টার জসিম উদ্দিন, নুর মোহাম্মদ, এটিএম আলমগীর, আমির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩