মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিলুপ্তির পথে দুইশত বছরের মঠ আদলে শিব মন্দির

আবু বকর সুজন , চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা বালিকা বিদ্যালয়ের পেছনে অযত্ন অবহেলায় দাঁড়িয়ে আছে মঠ আদলে তৈরী দুইশত বছরের একমাত্র মন্দিরটি। স্থানীয়দের কাছে এটি মঠ হিসেবেই পরিচিত। এক সময় এই মন্দিরে পূজারিদের ঢল নামতো, পূজাকে ঘিরে মন্দিরের চারপাশে বসতো মেলা। বিশুদ্ধ চিত্তে, ভক্তি ও শ্রদ্ধায় পূজা প্রার্থনায় সরগরম থাকা মন্দির‍টি- কালের বিবর্তনে অযত্ন অবহেলায় এখন পরগাছার দখলে। ইট সুরকি খড়ে পড়া ও পরগাছার শক্ত আলিঙ্গন যেন দ্রুতই বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে প্রাচীন এই স্থাপনাটির।

সরজমিন ঘুরে দেখা যায়, দীর্ঘদিন অরক্ষিত থাকায় ইট সুরকির গায়ে জন্মানো পরগাছা হয়েছে বিশাল গাছ। তার শেকড় জড়ানো সর্বাঙ্গে। অপরিচিত কারো দূর থেকে বোঝার উপায় নেই যে এটি মন্দির। কোনোভাবে টিকে আছে মন্দিরের অবকাঠামো। পুরনো দেয়ালের অনেকাংশ থেকে খসে পড়েছে ইট। শতশত বছর আগে ইট সুরকির গায়ে নির্মাণ শ্রমিকদের নিপুণহাতে করা নকশা হারিয়েছে শ্রী। চূড়ার ভাঙ্গা অংশে বাসা বেঁধেছে পেঁচা। ভেতরের অন্ধকারে বসত চামচিকা, ইঁদুর, বাঁদুর ও পোকামাকড়ের। আশপাশ দখল হয়ে গেছে বহু আগে। সম্প্রতি মন্দিরের দেয়াল ঘেঁষে উঠেছে নতুন টিনের ঘর।

তবে নিশ্চিত হওয়া যায়নি মন্দিরটির নির্মাণকাল। স্থানীয়রা জানায়, মন্দিরে দক্ষিণমুখী ছোট একটি লোহার দরজা ছিল, চুরি হয়ে গেছে সেটি। ভেতরে থাকা কষ্টিপাথরের শিবলিঙ্গটি ২০-২৫ বছর আগে রাতের আঁধারে চুরি হয়ে যায়।

মন্দিরের নিকটবর্তী বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শতবর্ষী নারায়ন ভট্টাচার্য বলেন, প্রায় ২০০ বছর আগে এই মন্দিরে শিব পূজা হতো। পূজার সময় মেলাতে উৎসবমুখর পরিবেশ থাকতো।

অপর বাসিন্দা ডা: রথিন ভট্টাচার্য বলেন, অনুমান করা হয় অত্র অঞ্চলে রাজা গোবিন্দ মানিক্যের শাসনামলে মন্দির‍টি নির্মাণ করা হয়। তখন এই অঞ্চলে মুসলমান বসতি ছিলনা। আমাদের এই এক গ্রামে ১৬টি মন্দিরে দুর্গাপূজা হতো। আমার দাদুর কাছ থেকে শোনা কথানুযায়ী এই মন্দিরের আনুমানিক নির্মাণকাল প্রায় ২০০বছর। মঠের আদলে তৈরী মন্দিরটিতে শিব পূজা হতো। দেশ বিভক্তির পর এখান থেকে অধিকাংশ হিন্দু পরিবার ভারত চলে যায়। তারপর অযত্ন অবহেলায় মন্দিরটি প্রায় ধ্বংসের পথে। নেয়া হয়নি কখনো সংস্কারের উদ্যোগ।

চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন স্হানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব শেষ করে চৌদ্দগ্রামের বাতিসার ঐতিহাসিক এই মঠ আদলের মন্দিরটিকে সংস্কারের জন্য আবেদন করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সেক্রেটারি আশীষ সিংহ বলেন, সংস্কার ও সংরক্ষণের অভাবে চৌদ্দগ্রামের সব’কটি প্রাচীন মঠ ও মন্দির ধ্বংসের পথে। সরকারের কাছে আবেদন যেন এই প্রাচীন স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা মো: জামাল হোসেন বলেন, এই বিষয়ে সনাতন ধর্মাবলম্বী কেউ যদি আসে অথবা আবেদন করে তাহলে আমরা এটি সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নিব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩