বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও’র হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, শিবচর উপজেলায় মাদক পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির নেতারা জানান, মাদক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজকে বিপর্যস্ত করছে। তাই রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
ইউএনও প্রতিনিধি দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে বলেন, মাদক দমন ও প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকের ভয়াবহতা রোধে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩