মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, ডিপুটি ম্যানেজার জাকির হোসেন ও ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন।
এসময় ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী বলেন, কুড়িগ্রাম সদরে সবচেয়ে দুর্যোগপূর্ন ইউনিয়ন যাত্রাপুর। এই ইউনিয়নটিতে আমার কাজ করছি। সবাই আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩