রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত বৃক্ষ নিধনের কারণে দেশে ঘূর্ণিঝড় ও বজ্রপাতের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। প্রতিবছর বজ্রপাতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দিতে তালবীজ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বিশেষজ্ঞরা জানান, তালগাছ বজ্রপাত নিরসনে কার্যকর ভূমিকা পালন করে। গ্রামীণ এলাকায় তালগাছের সংখ্যা কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই পুনরায় তালগাছ রোপণ করলে এটি শুধু বজ্রপাত প্রতিরোধেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সহায়ক হবে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে পড়লে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩