বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে পিকআপ চুরির ঘটনায় র্যাব-৮ এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। আটক ব্যক্তির নাম রাজিব শরিফ। তিনি সদর উপজেলার কেন্দুয়া এলাকার সাইদুল শরিফের ছেলে।
র্যাব জানায়, সম্প্রতি মাদারীপুর সদর এলাকায় একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে রাজিব শরিফকে আটক করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক রাজিব শরিফ পিকআপ চুরির ঘটনায় সরাসরি জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ সময় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
আটক রাজিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩