মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবি শিক্ষার্থী ও তার মায়ের ‘হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শিবচরে ব্যাংক গ্রাহকের টাকা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা চুনারুঘাটের নালুয়া চা বাগানে ধর্মীয় উৎসব কারাম পূজা পালন শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায়দের পাশে ইউএনও মহোদয় ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা, গুজবে মানুষের ঢল ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-পরিদর্শনে মির্জা ফখরুল বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের ইতিহাস ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে যুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং জনগণের সঙ্গে বেইমানি বলে আখ্যায়িত করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। এসময় বক্তব্য রাখেন রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুম, সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু, মো. মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান ও আদর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহাসিকভাবে রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড সবসময় রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। জনগণের মতামত উপেক্ষা করে হঠাৎ করেই এটিকে রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে।

তাঁদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের সঙ্গে আলোচনা না করে গোপনে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী তার বক্তব্যে বলেন, ঐতিহাসিকভাবেই রংপুর-৩ আসনে আমাদের ৯নং ওয়ার্ডের অবস্থান। একে রংপুর-১ আসনে যুক্ত করা জনগণের ভোটাধিকার খর্ব করার শামিল। আমরা এই গেজেটকে মানি না, অবিলম্বে বাতিল চাই। না হলে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

মানববন্ধন শেষে স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন।

আসন রক্ষা কমিটির নেতারা জানান, জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই টেকসই হবে না। তাঁরা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়া না হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রংপুরজুড়ে আরও কঠোর ও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

৯নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন, “রংপুর-৩ আসনের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা ও জনগণের আবেগকে উপেক্ষা করে এভাবে সীমানা পরিবর্তন করা অগ্রহণযোগ্য। এতে ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচন কমিশনকে জনগণের মতামতকে অবশ্যই সম্মান জানাতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩