রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর সেন্ট্রাল রোডে রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসা ও অফিসে তল্লাশি অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল গোপনে সরিয়ে ফেলার অভিযোগের ভিত্তিতে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত রংপুর প্রেসক্লাবের প্রশাসকের আবেদনের প্রেক্ষিতে এডিএম আদালতের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ক্লাবের ফাইল, অফিসের আলমারির চাবি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র অফিস থেকে সরিয়ে ফেলেছেন। প্রশাসক নিযুক্ত হওয়ার পর এসব নথিপত্র আর পাওয়া যায়নি। ফলে দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে কোন অডিট সম্পাদন করতে পারছেন না প্রশাসক।

ক্লাবের একাধিক সদস্য অভিযোগ করেছেন, আর্থিক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ আড়াল করতেই মেরিনা লাভলী নথিপত্র সরিয়ে ফেলেছেন।

বর্তমান প্রশাসক ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম একাধিকবার মেরিনা লাভলীকে প্রেসক্লাবের দলিলপত্র, আলমারির চাবি ও অন্যান্য মালামাল বুঝিয়ে দিতে নোটিশ দেন। প্রথম নোটিশ পাঠানো হয় গত ৩ জুলাই ২০২৫, দ্বিতীয় নোটিশ ২৪ জুলাই ২০২৫ এবং সর্বশেষ তৃতীয় নোটিশ পাঠানো হয় ২৭ জুলাই ২০২৫ তারিখে। তবে মেরিনা লাভলী কেবলমাত্র ক্লাবের কলাপসিবল গেটের চাবি প্রশাসকের কাছে জমা দেন, নোটিশগুলোর অন্য কোন প্রতিক্রিয়া জানাননি।

এরপর ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারায় ৩ আগস্ট ২০২৫ তারিখে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের স্বাক্ষরে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশ অনুযায়ী বৃহস্পতিবার এ তল্লাশি চালানো হয়।

রংপুর কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান বলেন, “আমার নেতৃত্বে এসআই আব্দুল্লাহসহ একটি পুলিশ দল স্থানীয় লোকজনের সহযোগিতায় রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসা ও অফিসে তল্লাশি চালানো হয়।”

তল্লাশি অভিযানে অংশ নেওয়া এসআই আব্দুল্লাহ জানান, “অভিযান চলাকালীন সময়ে তার অফিস ও বাসা থেকে প্রেসক্লাব সংক্রান্ত কোন কাগজপত্র ও নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এ খবর আগেই পেয়ে তিনি সেগুলো সরিয়ে ফেলেছেন।”

অন্যদিকে তল্লাশির প্রতিবাদে মেরিনা লাভলী তার বাসায় আইনজীবীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তার নিযুক্ত অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট অভিযোগ করেন, “আমার মক্কেলকে হয়রানি করার উদ্দেশ্যেই এই তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।”

এ বিষয়ে রংপুর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়কারী এস এম জাকির হুসাইন বলেন, প্রেসক্লাবের অনিয়ম-দুর্নীতি এবং নিজের অপকর্ম ঢাকতেই মেরিনা লাভলী সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলাদি সরিয়ে ফেলেছেন। পরে উকিল দিয়ে সাফাই গেয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩