রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরের জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউসার আহমেদ(৩৭) পিতা: মৃত আব্দুল হক,গ্রাম মুড়িয়াুউক, উপজেলা লাখাই, জেলা -হবিগঞ্জ সেনাবাহিনীর হাতে গ্রেফতার।
তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা ছেড়ে নাসিরনগর থানার পেছনে ঘোষপাড়ায় হাজী মোঃ আলীর বাসায় আত্মগোপনে ছিলেন। এ সময় বাসার ভেতর এবং বাহিরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের গতিবিধ নজর রাখতেন। সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্প কর্তৃক মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করা হয়। আসামী পূর্ব পরিকল্পিত ভাবে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা কালে সেনাবাহিনীর চৌকস দল আনুমানিক রাত ৩ ঘটিকার সময় আসামীকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের সময় সেনাবাহিনী তার নিকট থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি, সিসি ক্যামেরা ৩টি এবং সিসি ক্যামেরা হার্ডডিক্স ১টি উদ্ধার করে।
আসামী এবং উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্পসুত্রে জানা গেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩