বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তারা বলেন, ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচিত হলে পশ্চিম আলীরগাঁওসহ গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।
তারা অভিযোগ করেন, দীর্ঘ সতেরো বছর ধরে এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। বিএনপি করার কারণে বহু নেতাকর্মী হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন অবিভক্ত আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মাসুক আহমদ মেম্বার, বৃহত্তর আলীরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমিল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন আহমদ জনি এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩