সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা বন বিভাগের অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৩ ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত মোংলা থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩ সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার এস্কেভেটর জব্দ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে ফসলি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ জানুয়ারী) মধ্যে রাতে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে তিন ফসলি জমিতে পুকুর খনন করে জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে প্রশাসন। তবে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টা থেকে গভীর রাত পর্যন্ত হওয়া এবং ঘটনাস্থলটি প্রত্যন্ত বিলের মাঝখানে হওয়ায় সেখানে যানবাহন চলাচলের উপযোগী কোনো সড়ক না থাকায় জব্দকৃত এস্কেভেটরটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় অবৈধ কাজে পুনরায় ব্যবহার রোধে এস্কেভেটরটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, ফসলি জমির টপসয়েল দেশের কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও জানান, ফসলি জমি রক্ষা ও কৃষি জমির ক্ষতি সাধনকারী সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অনিয়মের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩