পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে ফসলি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ জানুয়ারী) মধ্যে রাতে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে তিন ফসলি জমিতে পুকুর খনন করে জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে প্রশাসন। তবে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টা থেকে গভীর রাত পর্যন্ত হওয়া এবং ঘটনাস্থলটি প্রত্যন্ত বিলের মাঝখানে হওয়ায় সেখানে যানবাহন চলাচলের উপযোগী কোনো সড়ক না থাকায় জব্দকৃত এস্কেভেটরটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় অবৈধ কাজে পুনরায় ব্যবহার রোধে এস্কেভেটরটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, ফসলি জমির টপসয়েল দেশের কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও জানান, ফসলি জমি রক্ষা ও কৃষি জমির ক্ষতি সাধনকারী সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অনিয়মের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।