শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’ মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময় খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বরুড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ. এম. আলভীর ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান জুয়েল।

‎সোমবার (০৫ জানুয়ারি) সদ্য সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত এবং সাধারন সম্পাদক মোঃ রবিউল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।

‎এছাড়াও উক্ত কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান দীপু, সবুজ হোসেনসহ আরও কয়েকজন৷ সাংগঠনিক সম্পাদক মেহেদী হসান শাহীন, আব্দুল্লাহ মোহাম্মদ মাসঊদসহ আরও কয়েকজন। অর্থ সম্পাদক মেহেদী হাসান ফারহান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক হাসিন আরমান অয়ন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: তৌহিদুর রহমান সাকিব, বৃত্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ জামান সাকিব, ছাত্রী বিষয়ক সম্পাদক তামান্না ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক মুস্তাসির বিল্লাহ পাটোয়ারি সিফাত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নাজমুল হাসান সোহাগ। এছাড়াও সদস্য হিসেবে আছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, তৌফিক ওমর খান, খাদিজাতুল মীমসহ আরও কয়েকজন৷

‎নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল বলেন, ‘বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ অতীতের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনগুলোতেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামুলক কার্যক্রম চালিয়ে যাবে। ইনশাআল্লাহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতায় এগিয়ে যাবে বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ।’

‎নব-নির্বাচিত সভাপতি এইচ এম আলভীর ভূঁইয়া বলেন, ‘সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। এই আস্থা ও সম্মান আমাকে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে আমাদের ঐতিহ্যবাহী সংগঠনটিকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদকে আরও গতিশীল ও উদ্যমী করে তুলব। এটাই আমার প্রত্যাশা।’

‎সদ্য সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদ অন্যতম বৃহৎ একটি আঞ্চলিক সংগঠন। সম্মানিত উপদেষ্টা এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করেছি। যারা দায়িত্ব পেয়েছে তারা সংগঠনের প্রতি খুবই আন্তরিক এবং পরিশ্রমী। আমরা আশাবাদী নতুন উদ্যমী নেতৃত্ব আমাদের ছাড়িয়ে যাবে।’

‎উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩