বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি বানারীপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসা. ডেইজি বেগম, সাংবাদিক ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি বলেন, “সমাজসেবা কার্যক্রম শুধু ভাতা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরকার সমাজের ছিন্নমূল মানুষ, পরিত্যক্ত নবজাতক ও শিশুদের জন্য শিশু নিবাস, অসহায় বয়স্ক নারী-পুরুষের জন্য শান্তি নিবাসসহ নানামুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অসহায় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সমাজসেবা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩