মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি বানারীপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসা. ডেইজি বেগম, সাংবাদিক ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি বলেন, “সমাজসেবা কার্যক্রম শুধু ভাতা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরকার সমাজের ছিন্নমূল মানুষ, পরিত্যক্ত নবজাতক ও শিশুদের জন্য শিশু নিবাস, অসহায় বয়স্ক নারী-পুরুষের জন্য শান্তি নিবাসসহ নানামুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অসহায় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।”
তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সমাজসেবা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।