বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাব।

বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টাদের অনুমোদনক্রমে প্রাথমিকভাবে তিন মাসের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন।

এ বিষয়ে আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম বলেন, ‘ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সম্ভাবনাময় ও বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম। বাংলাদেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্লাবের কার্যক্রম বহুদিন ধরেই চলমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, দক্ষতাভিত্তিক ও সংগঠিত ই-স্পোর্টস পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, টিমওয়ার্ক এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’

সদস্য সচিব মেহরাব হোসেন বলেন, ‘ই-স্পোর্টসের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি বড় সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে কাজ করলে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারবে। খুব শীঘ্রই এই ক্লাব কুবির শিক্ষার্থীদের জন্য নতুন ও ইতিবাচক কিছু কার্যক্রম নিয়ে আসবে বলে আমরা আশাবাদী।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩