শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৫টা থেকে ১১টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীন মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে। একই সময়ে মনাকষা বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ১৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
জব্দকৃত নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। উদ্ধারকৃত সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩