বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলার বাসথার্মিনাল সড়কে লারপাড়া এলাকার মোটরসাইকেল আরোহী দুই যুবদল নেতাকে প্রকাশ্যে গুলিবর্ষন করে পালিয়ে যায় তাদের অনুসরণ করে আসা হেলমেট পড়া অপর দুই মোটর সাইকেল আরোহী।
এতে ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া ১নং ওয়ার্ডের নুরুল হুদা জুনুর পুত্র সাইফুল ইসলাম ও পশ্চিম লারপাড়া একই ওয়ার্ডের কবির আহমদের পুত্র ফারুক গুলিবিদ্ধ হয়।
৯ডিসেম্বর(মঙ্গলবার) রাত আনুমানিক ৮.৩০মিনিটের সময় বাসথার্মিনালের পশ্চিমে কাটাপাহাড়ের সামনে কলাতলী-বাসথার্মিনাল মহাসড়কে এই হামলার ঘটনাটি ঘটে। পরে তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা ইউ টার্ন দিয়ে পুনরায় কলাতলীর দিকে রওনা হয়। এলাকাবাসীর সহযোগিতায় গুলিবিদ্ধ দুই জনকেই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এসময় গুলিবিদ্ধ যুবদল নেতা সাইফুল বলেন, আমি ও ফারুক মোটরসাইকেল যোগে কলাতলী থেকে বাস থার্মিনাল আসার পথে আমাদের পিছনে থাকা হেলমেট দুই মোটরসাইকেল আরোহী আমাদের পিছনে পিছনে রওনা দেয় এবং তারা আমাদের অনুসরণ করে। পিছনে থাকা মোটর সাইকেলের একজন পকেট থেকে গুলি বের করে আমাদের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩