সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যবিশিষ্ট এই নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাতুল রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তাবাসসুম মেহেনাজ।
রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম সুচি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মেহেদি হাসান নাঈম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শাহজালাল আহমেদ নিশাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী শময়িতা কবীর শারজা, ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আজিজুল ইসলাম।
রিসার্চ সোসাইটির নবনির্বাচিত সভাপতি রাতুল রহমান বলেন, ‘সুদীর্ঘ সময় ধরে গবেষণা কর্মের সাথে যুক্ত থাকায় জ্ঞান উৎপাদন ও তা ছড়িয়ে দেবার মাঝে আনন্দ খুঁজে পাই। গবেষণা সংসদের পদায়নের মধ্য দিয়ে নবীন গবেষকদের এগিয়ে নেবার একটি সুযোগ হলো। এই দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও যারপরনাই কৃতজ্ঞ। আমরা নবীন গবেষকদের উৎসাহ প্রদানের পাশাপাশি সারা বছরই নানান ওয়ার্কশপ, সেশন ও অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবারে এগুলো পুর্বের চেয়ে বহুমাত্রিক ও সময়োপযোগী করে তোলার প্রয়াস থাকবে।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাবাসসুম মেহেনাজ বলেন, ‘রিসার্চ সোসাইটিকে আরও শক্তিশালী, সংগঠিত ও গবেষণাবান্ধব প্ল্যাটফর্মে রূপান্তর করাই আমার লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা সহায়তা ও নবীনদের দিকনির্দেশনার মাধ্যমে টেকসই গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে চাই। পাশাপাশি গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের যুক্ত করাও আমার অগ্রাধিকার। সবার সহযোগিতায় রিসার্চ সোসাইটিকে একটি উদাহরণমূলক সংগঠন হিসেবে এগিয়ে নিতে চাই।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩